উপদেষ্টা আসার আগেই ব্রীজ উদ্বোধনের অনুষ্ঠান পন্ড

ডিসেম্বর ০৬ ২০২৫, ১৯:২৬

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বহুল কাঙ্খিত বরিশালের গৌরনদী-মুলাদী উপজেলার আড়িয়াল খা নদীর ওপর নির্মিত সাহেবের চর-কাচিরচর সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে হামলা চালিয়ে অনুষ্ঠান পন্ড করে দিয়েছে উত্তেজিত জনতা। উপদেষ্ঠা আসার আগেই অনুষ্ঠান স্থলের চেয়ার, ব্রীজের নামফলক ভেঙ্গে দেওয়া হয়। এতে ব্রীজ উদ্বোধন অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। শনিবার সকাল এগারটার দিকে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের কাচিরচরে উদ্বোধনী অনুষ্ঠানের প্যান্ডেলে এই হামলার ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্রীজটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্ঠা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উদ্বোধন করার কথা ছিলো। তবে তিনি অনুষ্ঠানস্থলে আসার আগেই প্রশাসনের সামনে উত্তেজিত জনতা হামলা চালিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়। এসময় প্রশাসনকে অসহায় ভূমিকা পালন করতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাহেবের চর ও মুলাদী উপজেলার নাজিরপুরের মধ্যবর্তী আড়িয়াল নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৬১৯ মিটার দীর্ঘ ”সৌহার্দ্য সেতু” নির্মান কাজ চলমান রয়েছে। ব্রীজের নির্মানের কাজ শেষ না হওয়া সত্বেও স্থানীয়দের অন্ধকারে রেখে সৌহার্দ্য সেতুর নাম পরিবর্তন করে ৩৬ জুলাই সেতু নামকরণ করে শনিবার সেতু উদ্বোধনের অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় উত্তেজিত জনতা অনুষ্ঠানস্থলে হামলা চালিয়ে প্যান্ডেল ভাংচুর করেন।

তারা আরও জানিয়েছেন, ব্রীজটি নির্মানে সবচেয়ে বেশি অবদান রেখেছেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব এমদাদুল হক মজনু। উদ্বোধনী অনুষ্ঠানে তাকে দাওয়াত দেওয়া হয়নি। যে কারনে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। হামলা চালিয়ে ওই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটনায় স্থানীয়রা।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও