নির্বাচন কোনো দুর্নীতিবাজকে ভোট দিবেন না-জামায়াত আমির

নভেম্বর ২২ ২০২৫, ১৭:২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মনে করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনৈতিক অধ্যায়ে নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে।

শনিবার দুপুরে ঝালকাঠির নেছারাবাদ মাদরাসা মাঠে আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক, এমনটাই আশা করেন তারা। তিনি কোনো দুর্নীতিবাজকে ভোট দিবেন না বলে ওয়াদা নেন।

তিনি সতর্ক করে বলেন, যদি কেউ নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম বা কেন্দ্র দখলের মতো পরিস্থিতি তৈরি করতে চায়, তবে তার কঠোর জবাব দেওয়া হবে।

ফ্যাসিবাদ, জুলুম–নিপীড়ন ও বিভেদের রাজনীতির বিরুদ্ধে লড়াই চলবে বলেও ঘোষণা দেন তিনি। একই সঙ্গে তিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্যের ওপর জোর দেন।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ইসলামী দলগুলো যদি একসঙ্গে কাজ করতে পারে এবং নির্বাচনে সমন্বিতভাবে অংশ নেয়, তবে দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

এ ছাড়া বক্তব্য দেন, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ আরও অনেকে।

বক্তাদের মতে, ইসলামী রাজনৈতিক দলগুলোর ঐক্য গড়ে উঠলে জাতীয় নির্বাচনে সাফল্যের সম্ভাবনা অনেক বেড়ে যায়। জনগণই দেশের গতিপথ নির্ধারণ করবে, এমনটিও তারা উল্লেখ করেন।

নেছারাবাদী হুজুর মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে হাজারো ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নেছারাবাদ দরবার শরীফের বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের আয়োজনের অংশ হিসেবেই এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও