বিদায় নিলেন পররাষ্ট্র সচিব
সেপ্টেম্বর ০১ ২০২৪, ২২:১২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পররাষ্ট্র সচিবের দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে এক অনুষ্ঠানের মাধ্যমে বিদায় সংবর্ধনা জানান। দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পররাষ্ট্র সচিবের মেয়াদ ছিল আগামী ডিসেম্বর পর্যন্ত। আজ রাতের মধ্যেই তার নিয়োগ বাতিল হওয়ার প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে। রোববার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হচ্ছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব (প্রশাসন) রোববার বিকেল ৫টা ৩ মিনিটে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক ক্ষুদে বার্তায় বলেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে বিদায় জানাতে বিকেল ৫টা ১৫ মিনিটে মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে উপস্থিত হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। এত কম সময়ের মধ্যে এই অনুষ্ঠানের বার্তা দেওয়ার জন্য দুঃখিত।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ তুলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তারা বলছেন যে ২২, ২৩, ২৪, ২৮ ও ২৯ তারিখে বাংলাদেশ মিশনগুলোকে শিক্ষার্থী আন্দোলনকে ঘিরে দেশের পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র সচিব যেসব বার্তা পাঠান সেগুলো ছিল ভুয়া। এটা ঠিক যে সচিব ওই সময়ের সরকারের নির্দেশে এটা করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি কী ওই মিথ্যা বিবৃতি এড়াতে পারতেন না?
সচিবের পাঠানো বিবৃতিতে গুলি, হত্যা নিয়ে যেসব তথ্য ছিল তার সবই মিথ্যা। মূলত এই কারণেই মেয়াদ শেষের আগেই দায়িত্ব থেকে সরে দাড়াতে হল অভিজ্ঞ কূটনীতিক মাসুদ বিন মোমেনকে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিগত ২০১৯ সালের ৩১ ডিসেম্বর বাংলাদেশের ২৬তম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন। গত ২০২২ সালের ডিসেম্বর তার অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল। কিন্তু ২০২২ সালের নভেম্বরে চুক্তিতে আরও দুই বছর তাকে একই পদে রাখার সিদ্ধান্ত নেয় তৎকালিন সরকার।









































