পটুয়াখালী জেলা জামায়াতের আমিরের বাসায় ডাকাতি

আগস্ট ১০ ২০২৪, ১৯:৩৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালী জেলা জামায়াতের আমির ও গলাচিপা সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো: শাহ আলমের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সংঘবদ্ধ একটি ডাকাত দল সুকৌশলে বাসায় প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের চার সদস্যকে বন্দী করে। এ সময় তার বাসা থেকে সাড়ে চার ভরি স্বর্ণ, ৬০ হাজার টাকা ও আসবাবপত্র নিয়ে যায়।গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মোহাম্মদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল জানান, ‘বিষয়টি জেনেছি।’ উল্লেখ্য, সর্বশেষ পটুয়াখালী জেলা আইনশৃঙ্খলা সভায় পটুয়াখালী জেলা জামায়াতের আমির মো: শাহ আলম উপস্থিত ছিলেন। সেখানের নির্দেশনা অনুযায়ী তিনি গলাচিপা পৌরসভার বিভিন্ন এলাকায় মাইকিং করে জনগনকে সতর্ক করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও