কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ৬০০ পরিবার পেল খাদ্য সহায়তা

জুলাই ৩০ ২০২৪, ২০:১৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ৬০০ পরিবার পেল খাদ্য সহায়তা। প্রত্যেকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম দুধ, ১ কেজি তেল, ২টি সাবান, ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার দেয়া হয়। একই সাথে তাদেরকে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে ১৫ লিটারের একটি করে জার বিতারণ করা হয়েছে ।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে পৌর শহরের খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালায় মিলনায়তনে সিডার ফান্ড’র অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এ সহয়তা প্রদান করে। এ সময় উপজেলা দুর্যোগ ও ত্রান কর্মকর্তা মো.হুমায়ুন কবির, উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা তাসলিমা আক্তার, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মিয়া, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালায়ের প্রধান শিক্ষক আব্দুল রহিম, বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র উপজেলা প্রোগ্রাম অফিসার পায়েল দাস, ভারপ্রাপ্ত প্রোগ্রাম ম্যানেজার অরূপ বিশ্বাস, মনিটরিং আফিসার বিধান বিশ্বাস সহ ওয়ার্ল্ড কনসার্ন’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র উপজেলা প্রোগ্রাম অফিসার পায়েল দাস বলেন, সম্প্রতি ঘূর্ণিঝড় রেমাল’র আঘাতে উপক‚লীয় কলাপাড়ায় ঘরবাড়ি সহ অগণিত গাছ উপড়ে গেছে, সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পরেছে।

ক্ষতিগ্রস্থ ওইসব পরিবারকে সিডার ফান্ড’র অর্থায়নে সহয়তা প্রদান করা হচ্ছে। এ উপজেলার বালিয়াতলী, লতাচাপলি, মহিপুর, নীলগঞ্জ ও চাকামইয়া ইউনিয়নের ৬০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে সহায়তা দেয়া হয়েছে। তাদের এ কর্যক্রম অব্যহত রয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও