কুয়াকাটা সৈকতের ময়লা-আবর্জনা পরিষ্কার করলেন তৃতীয় লিঙ্গের সদস্যরা
জুলাই ১৬ ২০২৪, ১৯:৪৪
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে তৃতীয় লিঙ্গের নাগরিকরা। পর্যটকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সৈকতের জিরো পয়েন্টের ১ কিলোমিটার এলাকায় জুড়ে পড়ে থাকা ময়লা অবর্জনা পরিচ্ছন্ন করেন তারা।
সোমবার (১৫ জুলাই) দুপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন বৃহন্নলা’র আয়োজনে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
এর আগে, গতকাল বিকালে তৃতীয় লিঙ্গের এসব মানুষদের নিয়ে ম্যারাথান অনুষ্ঠিত হয়। এ দৌড় প্রতিযোগিতায় তৃতীয় লিঙ্গের ৯ জনসহ বৃহন্নলার’র ২৫ জন সদস্য অংশ গ্রহণ করে। তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে শিশুকাল থেকেই যাতে আলাদা বৈষম্য তৈরি না হয়, এজন্য তাদের এ আয়োজন বলে জানান আয়োজকরা।
এই আয়োজনে অংশ নিয়ে নিয়ে পিয়া (হিজড়া) জানান, আজকে এই সংগঠনের উদ্যোগে কুয়াকাটা এত সুন্দর একটি জায়গায় সকল শ্রেণির মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এটা কি ভালো লাগার তা বলে শেষ করা যাবে না।
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠিত বৃহন্নলার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাদিকুল ইসলাম বলেন, সমাজে নারী পুরুষ কিংবা তৃতীয় লিঙ্গের এই যে অবহেলিত মানুষ। এদের নিয়ে যে কি আলাদা বৈষম্য তৈরি হয়, শিশুকাল থেকে এই বৈষম্যটা যাতে আর কোনো মানুষের মধ্যে তৈরি না হয় যে কারণে আমাদের এই আয়োজন। আমাদের এই বৃহন্নলা সংগঠনটি এই কাজ করছে।
লিঙ্গ বৈচিত্র্যময় মানুষদের বিষয়ে গবেষণারত পিএইচডি গবেষক ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সাবেক সহকারী অধ্যাপক আসিবুর রহমান বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে যদি আমরা সবার সঙ্গে এগিয়ে নিতে চাই তাহলে তাঁদের সঙ্গে নিয়ে কাজ করার বিকল্প নেই।









































