কলাপাড়ায় মন্দিরের প্রতিমা ভাংচুর, স্বর্ণের চোখ চুরির ঘটনায় থানায় মামলা

মে ২৩ ২০২৪, ১৮:২৮

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পৌরশহরের জগন্নাথ আখড়া নাট মন্দিরের মনসা, কালী ও শীতলা এ তিনটি প্রতিমা ভাংচুর করে স্বর্ণের চোখ চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার রাতে মন্দির পরিচালনা কমিটির সভাপতি কমল কৃষ্ণ সাহা বাদী এ মামলা দায়ের করেন। ২ লক্ষ ত্রিশ হাজার টাকা ক্ষতি সাধনের ও অজ্ঞাত আসামিদের নাম উল্লেখ করা হয়।

এর আগে ওই দিন দুপুর ২ টার দিকে কে বা কারা মন্দিরের তিনটি প্রতিমা ভাংচুর করে স্বর্ণের চোখ চুরি করে নিয়ে যায়। ঘটনার পর পুলিশ, র‌্যাব মন্দির এলাকা পরিদর্শন করে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেছে। এদিকে স্থানীয় সাংসদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো.মহিববুর রহমান এমপি সংশ্লিষ্ট প্রশাসনকে এ ঘটনায় কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।

তিনি তার ব্যক্তিগত মন্দিরের প্রতিমা নির্মাণসহ মন্দিরের সংস্কার ও নিরাপত্তা জোরদারের সকল পদক্ষেপ প্রহণের ঘোষণা দিয়েছেন। কলাপাড়া থানার ওসি মো.আলী আহম্মেদ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও