দুমকিতে চেয়ারম্যান প্রার্থী ও কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মে ১৮ ২০২৪, ১৭:৫৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জেলার দুমকিতে উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচ এর প্রার্থী ও তার কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কাওসার আমিন হাওলাদার। শুক্রবার রাত সাড়ে ৮টায় কাওসার আমিন হাওলাদার দুমকি প্রেসক্লাব মিলনায়তনে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বক্তব্যে বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার মুরাদিয়ার ২নং ওয়ার্ডের কাবিল হাওলা এলাকায় বাদ জুমা স্থানীয় একটি মসজিদের মুসুল্লিদের সঙ্গে সাক্ষাৎ করে ফেরার পথে আনারস প্রতীকের সমর্থকরা আমার ব্যবহৃত গাড়ির উপর আঘাত করে। আমি গাড়ি থেকে নেমে তাদেরকে কারন জিজ্ঞেস করলে তারা অতর্কিত হামলা চালায়।

উক্ত হামলায় আমি, এ্যাড. আহশান কবির রিয়াজ (৩৫) ওলিউর রহমান গাজী (৩৩)সহ কয়েকজন সমর্থক আহত হয়। এর আগে শুক্রবার সকালে মুরাদিয়া বোর্ড অফিস বাজারে আমার দুই কর্মীকে মেহেদী মিজানের কর্মীরা মারধর করে এবং সন্ধ্যায় আমার প্রচার কার্যে মাইকিংয়ের সময় অটো ড্রাইভারকে মারধর করেছে।

কাওসার আমিন আরো বলেন, আনারস প্রতীকের প্রার্থী মেহেদী মিজানের সমর্থকরা আমাকে খুন করার জন্য পূর্ব পরিকল্পিত ভাবে আমার উপর হামলা করেছে যার কয়েকটি অডিও ক্লিপ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং আমার কাছে সংরক্ষিত আছে।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর কাওসার আমিন বলেন, যেহেতু এক‌ই দিনে তিনটি ঘটনা ঘটেছে, এগুলো প্রমানাদিসহ রির্টানিং কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ কিছুক্ষণের মধ্যেই করা হবে। আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আপনাদের মাধ্যমে এমন ন্যাক্কার জনক ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

দুমকি প্রেসক্লাবের উপদেষ্টা এইচএম আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় পটুয়াখালী ও দুমকি প্রেস ক্লাবের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে কাওসারের বিষয়ে কথা বলতে রাজি না হলেও আনারস মার্কার প্রার্থী মেহেদী হাসান মিজান জানান, নির্বাচনী মাঠে টিকতে না পেরে পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে বিরোধী পক্ষ।

তিনি জানান, মুরাদিয়ার কাবিলওলায় মাল্টা কাওসার তার ১০/১২ জন সহযোগী নিয়ে আনারস মার্কার সর্মথকরা হামলা চালিয়েছে এছাড়া গত বৃহস্পতিবার(১৮ মে) সন্ধ্যায় আনারস মার্কার সমর্থক গঞ্জর হোসেন খানের ছেলে মো: ফারুক হোসেন খানকে মারধর করে গুরুতর আহত করে কাওসার আমিন হাওলাদারের লোকজন। গুরুতর আহত ফারুক এখন হাসপাতালে ভর্তি আছেন। তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্থানীয় থানাকে বিষয়টি অবহিত করেছেন বলেও তিনি জানান।

বৃহস্পতিবার রাতে নির্বাচনী জনসংযোগকালে আচরণবিধি ভংগ করার অভিযোগে কাওসারের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমান করেন আচরণ বিধি ম্যাজিস্ট্রেট। বিরোধীদের ফাঁদে পা না দিয়ে সর্মথকদের শান্তিপূর্ণ পরিবেশে প্রচার চালানোর জন্য কর্মী সমর্থকদের নির্দেশনা প্রদান করেছেন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও