কলাপাড়ায় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

মার্চ ১৬ ২০২৪, ১৯:৩৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দেশিয় অস্ত্রসহ তিন গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মো.জামাল আকন (৪৫), মো.শানু হাওলাদার (৬০) ও মো.হানিফ হাওলাদার (৪৯)।

এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি চাপাতি, একটি ড্যাগার, একটি লোহার শাপল, হ্যাসকো ব্লেড সহ ইঞ্জিন চালিত একটি কাঠের নৌকা উদ্ধার করা হয়। এদের মধ্যে জামাল বাড়ী কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে। এছাড়া শানু এবং হানিফ বাড়ী পটুয়াখালীর লাউকাঠি গ্রামে।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানান গেছে। কলাপাড়া থানার ওসি মো.আলী আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করেছিল। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও