পৌরসভা নির্বাচন: পটুয়াখালীতে প্রতীক বরাদ্দ, প্রার্থীদের প্রচারণা শুরু

ফেব্রুয়ারি ২৩ ২০২৪, ১৭:৩৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালী পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান।

মেয়র পদে বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ (জগ), সাবেক মেয়র পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার শফিকুল ইসলাম (মোবাইল ফোন), মোহাম্মদ এনায়েত হোসেন (নারিকেল গাছ), নাসির উদ্দিন খান (কম্পিউটার) এবং আবুল কালাম আজাদ (রেল ইঞ্জিন) প্রতীক পেয়েছেন।

এছাড়া এসময় সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী এবং সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক পাওয়ার পর পরই উল্লাসিত হয়ে পছন্দের প্রার্থীর পক্ষে শ্লোগান দেন সমর্থকরা। এদিন নির্বাচন অফিসের সামনে থেকেই প্রচারণা শুরু করেন অনেক প্রার্থী।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও