পটুয়াখালীতে জমিজমা নিয়ে শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা

ফেব্রুয়ারি ১৭ ২০২৪, ১৩:৩৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল;: পটুয়াখালীতে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতা, পারিবারিক কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফিরোজ আশরাফ নামের এক যুবকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শহরের স্বাধীনতা সড়ক এলাকায় হামলার ঘটনাটি ঘটে। এসময় ফিরোজের সাথে থাকা তার খালাতো ভাই ইমরান হোসেনকেও মারধর করা হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শনিবার সকালে পটুয়াখালী সদর থানায় একটি মামলা করা হয়েছে। আহত ইমরান হোসেন বলেন, লোকমুখে খবর পাই স্বাধীনতা সড়কে আমাদের নির্মাণাধীন বিল্ডিং এ কতিপয় সন্ত্রাসী অসামাজিক কার্যকলাপে লিপ্ত রয়েছে। খবর শুনে আমি ও ফিরোজ ভাই বিল্ডিংটি ঘুরে দেখে ফেরার পথে একই এলাকার সন্ত্রাসী ও মাদকসেবি সাইফুল মৃধা ও তার চাচাতো ভাই সুমন সহ ৭/৮ জন পিছন থেকে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।

আমাদের হত্যার উদ্যেশ্যে সাইফুল মৃধা ফিরোজ ভাইয়াকে দা দিয়ে কোপ দেয় এবং সুমন আমার মাথায় লাঠি দিয়ে বাড়ি দেয়। এরপর সকলে মিলে আমাদের পেটাতে থাকে। আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে হামলাকারীদের প্রতিহত করে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

জমিজমা সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্ব এবং এলাকায় ফিরোজের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হওয়ায় পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটানো হয়েছে দাবি ফিরোজের পরিবারের সদস্যদের। এ হামলার ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। ফিরোজের বোন মোসাঃ সালমা জাহান এবং শ্বশুর শহিদুল ইসলামের অভিযোগ, সাইফুল ও তার আত্মীয় স্বজনের সংঙ্গে দির্ঘদিন ধরে তাদের জমিজমা নিয়ে ঝামেলা চলে আসছে। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে সন্ত্রাসীরা প্রায়শই তাদের হুমকি ধামকি দিয়ে আসছিলো।

এদিকে ফিরাজের রোজগার, সামাজিক অবস্থান, এলাকাবাসীর সাথে তার ভালো সম্পর্ক, এলাকার সকল কাজে তাকে সামিল করায় ঈর্ষান্বিত হয়ে সাইফুল, সুমনরা এমন কাজ করেছে এ ঘটনার তিব্র নিন্দা জানিয়ে দোষিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পটুয়াখালী সদর থানার ওসি মোঃ জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও