গলাচিপায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৪ ২০২৪, ১৭:০৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে চিহ্নিত নারী মাদক কারবারি মাজেদা বেগম মালাকে (৪১) গাঁজাসহ গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। মঙ্গলবার রাতে পৌরসভার শ্যামলীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নারী ওই এলাকার মো. কাইয়ুম হাওলাদারের স্ত্রী। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলামের নির্দেশনায় মঙ্গলবার রাত ৮টার দিকে পৌরসভার শ্যামলীবাগ এলাকায় গলাচিপা থানা পুলিশ অভিযান চালায়। এসময় গলাচিপা থানার এসআই মো. ইমানুল ইসলাম ইমন সঙ্গীয় ফোর্সসহ মাদক বিক্রয়কালে ২৫০ গ্রাম গাঁজাসহ মালাকে হাতেনাতে গ্রেফতার করেন।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খান বলেন, বুধবার আসামি মালাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আরও তিনটি মাদক মামলা চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও