পটুয়াখালীতে ১৫ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

ফেব্রুয়ারি ০৯ ২০২৪, ১৫:৪৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীতে জেলা প্রশাসন ও বিসিক কার্যালয়ের উদ্যোগে ১৫ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৪ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে ডিসি স্কয়ার মাঠে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার।

জেলা প্রশাসক নূর কুতুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আমিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সুলতান আহমেদ মৃধা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার। স্বাগত বক্তব্য দেন বিসিক পটুয়াখালীর সহকারী মহা-ব্যবস্থাপক আলমগীর সিকদার প্রমুখ। মেলায় পটুয়াখালী জেলাসহ বিভিন্ন জেলার বিসিক উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের ১২০টি স্টলে দেশি-বিদেশি হরেক রকমের উন্নত পণ্যের প্রদর্শন করা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও