পটুয়াখালীতে শ্যালকের লাঠির আঘাতে প্রাণ গেল ভগিনীপতির

ফেব্রুয়ারি ০২ ২০২৪, ১৩:৫৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর গলাচিপায় শ্যালকের লাঠির আঘাতে ভগিনীপতি জহিরুল ইসলাম এলাহির (৪১) মৃত্যু হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে শ্যালক তরিকুল ইসলামকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জহিরুল পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের মৃত সিরাজুল আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জহিরুল তার শ্বশুরবাড়িতে বেড়াতে যান। বিকালে পারিবারিক কলহের জেরে শ্যালক তরিকুলের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তরিকুল তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর জখম করে।

পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গলাচিপা থানার ওসি ফেরদৌস আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও