কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবার পেল অর্থ সহায়তা
জানুয়ারি ৩১ ২০২৪, ১৪:০০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবার পেল নগদ অর্থ ও গৃহ নির্মাণের জন্য ঢেউ টিন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো. মহিববুর রহমানের পক্ষে তার সহধর্মিণী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা সহায়তার এ নগদ অর্থ ও ঢেউ টিন হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির, কলাপাড়া থানার ওসি মো. আলী আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. ইউসুফ আলী, মহিলা আওয়ামী লীগ নেত্রী সালমা কবির প্রমূখ।
এর আগে গত রোববার সন্ধ্যায় কলাপাড়া পৌরশহরের চিংগড়িয়া ৫ নং ওয়ার্ডে অসিম দাস এর বাড়ি অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিল না বলে জানা গেছে। পরে স্থানীয় ফারায় সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত অসিম দাস বলেন, আমি নিঃস্ব হয়ে গেছি। প্রতিমন্ত্রী মহিববুর রহমান এমপি আমাকে নগদ নয় হাজার টাকা ও তিন বান্ডিল ঢেউ টিন দেয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।









































