এমপি শাহজাহানের মৃত্যুর ৩ মাসের মাথায় মারা গেলেন স্ত্রী মমতাজ
জানুয়ারি ২৭ ২০২৪, ১৩:০৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালী-১ আসনের প্রয়াত সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুর তিন মাসের মাথায় না ফেরার দেশে চলে গেলেন তার স্ত্রী শাহজাহান মমতাজ (৭০)। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান মেজো ছেলে অ্যাডভোকেট তারিকুজ্জামান মনি। এমপিপত্নী মমতাজের মৃত্যুতে দলমত নির্বিশেষে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে এলাকায়। এর আগে বার্ধক্য জনিত কারণে গত বছরের ২১ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন অ্যাডভোকেট শাহজাহান মিঞা।
শাহজাহান মমতাজের পারিবারিক সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন মমতাজ। তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর বলেন, দীর্ঘ দুই যুগ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছে অ্যাডভোকেট শাহজাহান মিঞা। সুদীর্ঘ রাজনীতির পথে তার গায়ে কখনো কলঙ্কের দাগ লাগেনি।
রাজনৈতিক কারণে তার পরিবারের সঙ্গে আমার ওঠাবসা ছিল ঘনিষ্ঠ। যে কারণে অহরহ তার বাসায় যাতায়াত হত এবং তাদের বিরক্ত করতাম। কাজী আলমগীর আরও বলেন, শনিবার বেলা ১১টায় তার জানাজা দেশে পৌর কবরস্থানের স্বামীর পাশেই তাকে দাফন করা হবে।









































