১৪০ কেজি ওজনের চারটি পাখি মাছ ২৫ হাজার টাকায় বিক্রি

জানুয়ারি ২৩ ২০২৪, ১২:২৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুয়াকাটার আলীপুরে জেলেদের জালে ধরা পড়েছে ১৪০ কেজি ওজনের ৪টি পাখি মাছ বা সেইল ফিশ; যা বিক্রি হয়েছে ২৫ হাজার টাকায়। সোমবার বিকালে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এ মাছ চারটি নিয়ে আসেন ফারুক আকন নামের এক জেলে। পরে বন্দরের নাঈম নামের এক আড়ৎদার মাছগুলো কিনে রাখেন। এ সময় মাছগুলো দেখতে অনেকেই ভিড় জমান।

জেলে ফারুক জানান, গত তিন দিন আগে মাছগুলো কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে তাদের মাছধরা ট্রলারের জালে ধরা পড়েছে। তিনি আরও জানান, তাদের জালে বছরে দুই-একবার এই পাখি মাছ পেয়ে থাকেন। আড়ৎদার নাইম জানান, এই মাছগুলো বেশ দ্রুত গতিসম্পন্ন, তাই অনেকে পাখি নামেও চিনে থাকে। বছরের এই মৌসুমে মাছগুলো জেলেদের জালে ধরা পড়ে।

বেশ সুস্বাদু হওয়ায় এই মাছের চাহিদা অনেক। ২৫ হাজার টাকায় কিনে সোমবার সন্ধ্যায় মাছগুলো ঢাকায় পাঠিয়েছেন বলেও জানালেন। তার আশা, ঢাকার কাওরানবাজারে এই মাছের ভালো দাম পাবেন। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছগুলো খেতে বেশ সুস্বাদু হওয়ায় দেশের বাইরে বেশ চাহিদা রয়েছে। এর বৈজ্ঞানিক নাম ইস্টিওফরাস প্লাটিপ্টেরাস হলেও সেইল ফিশ হিসেবে পরিচিত।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও