লাশ আনতে গিয়ে নিজেও লাশ হয়ে ফিরলেন ব্যবসায়ী
জানুয়ারি ১০ ২০২৪, ১৯:০২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: লাশ আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডেকোরেটর ব্যবসায়ী আবদুল ছালাম খান। গলাচিপা বুড়াগৌরঙ্গ নদীতে নিখোঁজের ১০ ঘণ্টা পর ব্যবসায়ী আবদুল ছালাম খানের (৩৫) লাশ উদ্ধার করেছেন আত্মীয়স্বজন ও স্থানীয়রা।
বুড়াগৌরঙ্গ নদীর পাঙ্গাশিয়া চরের মাথায় বুধবার সকাল ৬টায় তার লাশ উদ্ধার করা হয়। আবদুল ছালাম খান চরবিশ্বাস ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরবিশ্বাস গ্রামের মৃত সায়েদ আলী খানের পুত্র। জানা গেছে, দক্ষিণ চরবিশ্বাসের আবদুল ছালাম খানের নিকটাত্মীয় ঢাকায় মারা যাওয়া লাশটি নিয়ে আসতে তিনিসহ কয়েকজন কাঠের একটি ছোট ট্রলারযোগে মঙ্গলবার রাত ৯টায় দক্ষিণ চরবিশ্বাস থেকে রতনদী তালতলীর ইউনিয়নের বদনাতলী যাচ্ছিলেন।
পথিমধ্যে পটুয়াখালী থেকে একটি বড় ট্রলার চরবিশ্বাস ইউনিয়নের টিসিবির মালামাল নিয়ে চরকাজল লঞ্চঘাট যাচ্ছিল। ঘটনাক্রমে আমগাছিয়া ডুবোচরে মঙ্গলবার রাত ৯টার সময় দুই ট্রলারে মুখোমুখি সংঘর্ষে আবদুল ছালাম খান নদীতে পড়ে নিখোঁজ হন।
বুধবার সকাল ৬টায় আবদুল ছালাম খানের আত্মীয়স্বজন ও স্থানীয় জনতা নদীতে জাল টেনে পাঙ্গাশিয়া চরের মাথায় তার লাশটি উদ্ধার করেন। এ সময় ইউপি চেয়ারম্যান মোফাজ্জেল হোসেন বাবুল মুন্সিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ফেরদাউস আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।









































