বরিশালে ডাকাতি করে ঢাকায় আত্মগোপন: অবশেষে র্যাবের হাতে ধরা
এপ্রিল ০১ ২০২৩, ১৯:৩৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: রাজধানী ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় আত্মগোপনে থাকা বরিশালের ডাকাত সর্দার বাদল শরীফকে (৪২) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
শনিবার (১ এপ্রিল) কেরানীগঞ্জ মডেল থানাধীন ধোপাশুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন র্যাব-১০-এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।
তিনি জানান, আটক বাদল একটি সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার। তার নেতৃত্বে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে বরিশালের বন্দর থানাধীন হিজলতলা এলাকার একটি বাড়িতে ডাকাতির অভিযোগ রয়েছে।
এছাড়া তার ডাকাত দলের সদস্যরা ঢাকা-বরিশাল মহাসড়কসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল।আটক বাদলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।









































