পার্কিং নিয়ে সাংবাদিককে লাঞ্ছিত করলেন পুলিশ কর্মকর্তা

মার্চ ২৪ ২০২৩, ১৯:৪৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: রাজধানীর চকবাজার থানায় রমজানের ঐতিহ্যবাহী ইফতার বাজারের ছবি তুলতে গিয়ে মোটরসাইকেল পার্কিং-কে কেন্দ্র করে এক ফটো সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পুলিশ বিরুদ্ধে।

মারধরের শিকার ফটো সাংবাদিক মাহমুদ হোসেন অপু ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের কর্মরত। শুক্রবার (২৪ মার্চ) বিকাল ৩টার দিকে চকবাজার থানার সামনে এই ঘটনা ঘটে।

ঢাকা ট্রিবিউনের ফটো সাংবাদিক মাহমুদ হোসেন অপু বলেন, চকবাজার থানার সামনে মোটরসাইকেল রাখা নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়।

এসময় সিভিল পোশাকে ডিএমপির লালবাগ বিভাগের সহকারী কমিশনার (এসি) জায়েন উদ্দীন মোহাম্মদ যিয়াদ এসেই কিছু না বলেই আমার মুখে ঘুষি মারে। পরে অন্য পুলিশ সদস্যরা এসি যিয়াদকে সরিয়ে নিয়ে যায়।

সাংবাদিককে মারার বিষয়ে লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জায়েন উদ্দীন মোহাম্মদ যিয়াদ বলেন, এটা সামান্য বিষয়।

মোটরসাইকেল রাখা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। কিন্তু কারোর গায়ে হাত তোলা হয়নি। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এটা ভুল বোঝা বুঝি হয়েছে। কোনো সমস্যা নেই, মিলমিশ করে দেওয়া হয়েছে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও