ডাচ বাংলা ব্যাংকের গাড়িতে ডাকাতি: মূল পরিকল্পনাকারী সোহেল গ্রেপ্তার
মার্চ ১৮ ২০২৩, ১৩:০৮
অনলাইন ডেস্ক :: রাজধানীর তুরাগে ডাচ-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী সোহেলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (১৮ মার্চ) দুপুরে ঢাকাপ্রকাশ-কে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।
তিনি বলেন, শুক্রবার (১৭ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সাভারের হেমায়েতপুর থেকে গ্রেপ্তার করে তাকে ডিবি পুলিশের কার্যালয়ে আনা হয়েছে।
তিনি বলেন, আসামির কাছ থেকে উদ্ধার করা হয়েছে আরও ৮৭ লাখ টাকা।
আমার বরিশাল/আরএইচ









































