গুলিস্তানে ভবনে বিস্ফোরণ: নিহত বেড়ে ৮
মার্চ ০৭ ২০২৩, ১৮:৪১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় ভবনে বিস্ফোরণের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট জনে। আহত হয়েছেন অন্তত ৭০ জন। তাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতের সংখ্যা ৮ জন। এর মধ্যে দুইজন নারী ও ছয়জন পুরুষ। ঢাকা মেডিকেলের ক্যাম্প ইনচার্জ পরদর্শক বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। উপস্থিত রয়েছে ৫টি অ্যাম্বুলেন্স।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী অপারেশন স্থলে উপস্থিত আছেন।
প্রাথমিক খবরে এ ঘটনায় চারজন নিহত এবং ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে আকস্মিক এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা তা জানা যায়নি।
আ/ মাহাদী









































