আ. লীগ নেতার স্ত্রীর মরদেহ কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার

মার্চ ০৭ ২০২৩, ১৫:৪৯

অনলাইন ডেস্ক :: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার দোয়ানীচালা এলাকা থেকে আওয়ামী লীগ নেতার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকালে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

তিনি কালিয়াকৈর উপজেলার দোয়ানী চালা এলাকার মফিজ দেওয়ানের প্রথম স্ত্রী নাজমা বেগম (৪৫)। তিনি একই এলাকার আবুল বাশারের মেয়ে। মফিজ উদ্দিন দেওয়ান মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার দোয়ানী চালা এলাকায় বাড়ির পাশে একটি কাঁঠাল গাছে গলায় ফাঁস লাগানো নাজমা বেগমের মরদেহ ঝুলতে দেখতে পায় এলাকাবাসী। পরে থানা পুলিশের খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। তবে নিহতের স্বজনদের দাবি নাজমা বেগমকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাঁঠাল গাছে ঝুলন্ত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও