চলতি মাসেই কয়েকটি কালবৈশাখী ঝড়ের আভাস

মার্চ ০২ ২০২৩, ১৯:০৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শীতের বিদায়ের পর বসন্ত বিরাজ করছে প্রকৃতিতে। সামনে আসি আসি করছে বর্ষা। এই সময়ে বাড়বে তাপমাত্রা। এমনকি চলতি মাসে কয়েকটি কালবৈশাখী ঝড়ও আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের তথ্য বলছে, এ মাসে তাপমাত্রা বাড়তে থাকবে। এই তাপমাত্রা গতবারের চেয়ে তীব্র হতে পারে। একই সঙ্গে মাসের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ফলে দেশে দুই থেকে তিনটি মাঝারি আকারের এবং এক থেকে দুটি তীব্র কালবৈশাখী হতে পারে।

বৃহস্পতিবার (২ মার্চ) আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান জানান, চলতি মাসে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের এবং একদিন তীব্র কালবৈশাখী বয়ে যেতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুমারখালীতে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ২০ ডিগ্রি সেলসিয়াস ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস।

৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে আবহাওয়াবিদরা তাকে মৃদু তাপপ্রবাহ বলেন। উষ্ণতা বেড়ে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি তাপপ্রবাহ। আর তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও