আবারো বাড়লো বিদ্যুতের দাম, বুধবার থেকে কার্যকর
ফেব্রুয়ারি ২৮ ২০২৩, ২০:৩২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আবারো বাড়ানো হয়েছে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম। এবার বাড়ানো হলো ৫ শতাংশ। মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই দাম কার্যকর হবে বুধবার থেকে।
এর আগে গত ৩১ জানুয়ারি সরকারের নির্বাহী আদেশে বাড়ানো হয় বিদ্যুতের পাইকারি মূল্য ৮.০৬ শতাংশ ও খুচরা পর্যায় ৫ শতাংশ বাড়ানো হয়।
এর ফলে খুচরায় গ্রাহক পর্যায়ে গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ভারিত গড়ে দাঁড়ায় ৭ টাকা ৮৫ পয়সা, যা আগে ৭ টাকা ৪৮ পয়সা ছিল। আর ভারিত গড়ে পাইকারি বিদ্যুতের প্রতি ইউনিটের দাম ৬ টাকা ২০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৬ টাকা ৭০ পয়সা।
১ ফেব্রুয়ারি থেকে নতুন মূল্য কার্যকর হয়। এর আগে ১২ জানুয়ারি খুচরা ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম পাঁচ শতাংশ বাড়িয়েছিল সরকার।
আ/ মাহাদী









































