আইসিটি প্রতিমন্ত্রী পলক ফের করোনায় আক্রান্ত

ফেব্রুয়ারি ২৭ ২০২৩, ১২:৩৮

অনলাইন ডেস্ক :: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আবারও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকায় আইসোলেশনে রয়েছেন। প্রতিমন্ত্রী পলক তার ভেরিফাইড ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাসও দিয়েছেন।

প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব (এপিএস) মো. রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় যোগদানের আগে প্রতিমন্ত্রী পলক রবিবার করোনা পরীক্ষা করান। পরীক্ষায় পজেটিভ রেজাল্ট আসে। বর্তমানে তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

এরপরই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিমন্ত্রী পলক গত কয়েকদিনে তার সংস্পর্শে যারা ছিলেন তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন।

ওই স্ট্যাটাসে প্রতিমন্ত্রী তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। এর আগে প্রতিমন্ত্রী ও তার দুই ছেলে গত বছরের ৯ জানুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও