প্রধানমন্ত্রীকে বিয়ের দাওয়াত দিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি জয়

ফেব্রুয়ারি ২৬ ২০২৩, ১৮:৫৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের বিয়েতে দাওয়াত দিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সপরিবারে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে দাওয়াত দেন তিনি। জয়ের সঙ্গে তার মা, বাবা, ভাই, বোন ও বউ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধানমন্ত্রীর হাতে বিয়ের আমন্ত্রণপত্র তুলে দেন জয়। আগামী ১০ মার্চ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আল নাহিয়ান খান জয় ও কাকন ভুঁইয়ার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

আল নাহিয়ান খান জয় বলেন, সকাল ৯টার দিকে সপরিবারে গণভবনে যাই। পরে ১০টার দিকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়৷ তার কাছে দোয়া চেয়েছি। তিনি আমাদের দোয়া করেছেন। পরে তার হাতে দাওয়াতপত্র তুলে দেই।

এর আগে ১৩ জানুয়ারি বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কাকন ভূঁইয়া সঙ্গে আকদ সারেন আল নাহিয়ান খান জয়। আকদ অনুষ্ঠানে ঘিয়ে রঙের পাঞ্জাবি, হালকা গোলাপি কটি পরেছিলেন জয়। তার সঙ্গে একই রঙের শাড়ি আর ওড়না পরেছিলেন কাকন।

কাকন রাজধানীর ইডেন কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনিও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও