বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির বিরুদ্ধে আইন প্রনয়নের দাবি ছাত্রলীগের
ফেব্রুয়ারি ২৬ ২০২৩, ১৫:০৫
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির বিরুদ্ধে আইন প্রনয়নের আহবান জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘র্যাগিংয়ের’ নামে শিক্ষার্থী নির্যাতন, র্যাগিং ও যৌন নিপীড়নের বিরুদ্ধে পদযাত্রা কর্মসূচি শেষে রাজু ভাস্কর্যের সামনে তিনি এ আহ্বান জানান।
সাদ্দাম হোসেন বলেন, সেক্সুয়াল হ্যারেসমেন্ট বন্ধ করা ছাত্রলীগের পবিত্র দ্বায়িত্ব। কারণ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের একমাত্র ভরসার নাম।
যৌন হয়রানি কখনও ছাত্র রাজনীতির সিলেবাসে ছিলো না মন্তব্য করে তিনি আরও বলেন, হলগুলোতে নির্যাতনকে র্যাগিং বলে চালিয়ে দেওয়া হয়।
শিক্ষার্থীদের অসচেতনতার কারণেই এসব হয়। সম্প্রতি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফুলপরীর সাথে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দাও জানান ছাত্রলীগ সভাপতি।
আ/ মাহাদী









































