ঢাকা মেডিকেলে আগুন : হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে রোগীর মৃত্যু

ফেব্রুয়ারি ০৫ ২০২৩, ১৭:৫০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। আজ রবিবার বিকাল ৩টার দিকে হাসপাতালে নতুন ভবনের কিডনী ডায়ালাইসিস ইউনিট বিভাগের প্রবেশ পথের মুখে এ অগ্নিকাণ্ড হয়। তখন হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামার সময় জসিম উদ্দিন (৬১) নামের এক রোগীর মৃত্যু হয়েছে।

এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
জানা গেছে, জসিম উদ্দিনের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার উত্তর শ্রী নারায়ণকান্দি এলাকায়। তিনি হাসপাতালের নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডের ৪৭ নম্বর বেডে ভর্তি ছিলেন।

জসিম উদ্দিনের ছেলে মফিজ সরকার সংবাদমাধ্যমকে বলেন, শনিবার রাতে নিউমোনিয়াজনিত রোগে বাবাকে ঢামেক হাসপাতলের নতুন ভবনে ভর্তি করা হয়।

আজ অগ্নিকাণ্ডের সময় বাবাকে সিঁড়ি দিয়ে প্রচণ্ড ধোঁয়ার মধ্যে হুড়োহুড়ি করে নিচে নামাচ্ছিলেন বোনজামাই রাকিব।

তখন বাবা অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেই আগুন নিয়ন্ত্রণে আনেন।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও