বইমেলার উদ্বোধনীতে প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ০১ ২০২৩, ১৫:৪৬

অনলাইন ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে তিনি বাংলা একাডেমিতে উপস্থিত হন।

বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রধানমন্ত্রী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ প্রদান করবেন। এবার বিভিন্ন ক্যাটাগরিতে ১৫ জন এই পুরস্কার পেয়েছেন।

এদিকে বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, এবারের বইমেলায় মোট ৬৩১টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মূল মেলা অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবারের মতো এবছরও একাডেমি মাঠে থাকবে পরিচিত সব প্রতিষ্ঠানের স্টল। তবে সোহরাওয়ার্দী উদ্যান ঘিরেই থাকবে মেলার প্রধান কর্মকাণ্ড।

ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশকরা তাদের স্টল নির্মাণের কাজ প্রায় শেষ করেছেন। প্রকাশকরা জানিয়েছেন ৮০ শতাংশ স্টলের নির্মাণকাজ শেষ। বাকিটুকু শেষ হতে হয়তো আর দুই-তিন দিন লাগবে। তাবে এতে মেলার আকর্ষণ খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না।

প্রকাশকরা জানিয়েছেন, করোনা মহামারিতে ঐতিহ্যগত রীতিতে ১ ফেব্রুয়ারি বইমেলা অনুষ্ঠিত না হলেও, এবছর ঐতিহ্যগত রীতিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাণের বই মেলা। এবারের মেলা নিয়ে তারা ভীষণ আশাবাদী। নতুন বই যেমন মেলায় আসবে তেমনি বই বিক্রিও বাড়বে এমনটা প্রত্যাশা করছেন তারা।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও