একই এলাকা থেকে ৫ মাসে নিখোঁজ ৫০০ বিবাহিত নারী
জুন ৩০ ২০২৫, ১২:০৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঘর-সংসার সব কিছুই যেন ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ করেই বদলে যেতে থাকে চিত্র। একটা অঞ্চলে একের পর এক হারিয়ে যেতে থাকেন গৃহবধূ। কেউ দুপুরবেলা বাজার করতে গিয়ে আর ফেরেননি, কেউবা সন্তানকে ঘুম পাড়িয়ে রাতের অন্ধকারে বেরিয়ে গেছেন। প্রথমে সবাই ভাবলেন, হয়তো রাগ করে কোথাও চলে গেছেন বা আত্মীয়ের বাড়িতে আছেন। কিন্তু সময় গড়াতেই বেরিয়ে এলো চমকে দেওয়া তথ্য, মাত্র ৫ মাসে নিখোঁজ হয়েছেন প্রায় ৫০০ জন বিবাহিত নারী। এত মানুষ একসঙ্গে নিখোঁজ কেউই বিশ্বাস করতে পারছিলেন না।
এই খবর ছড়িয়ে পড়তেই চারপাশে শুরু হয় আলোচনা। কেউ বলছে সংসার ভালো ছিল না, কেউ বলছে প্রেম করে পালিয়েছেন। অনেকে আবার বলছেন, এটা কি সত্যিই ভালোবাসা, নাকি কিছু ভয়ংকর কিছু ঘটছে? তদন্ত শুরু করে পুলিশ। দেখা গেল, বেশিরভাগ নারী ঘর ছেড়েছেন নিজেদের ইচ্ছায়। অনেকেই প্রেমে জড়িয়ে গিয়েছিলেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা টিকটকের মাধ্যমে। কেউ বাইকওয়ালা ছেলের সঙ্গে পালিয়েছেন, কেউবা স্বামীর বন্ধুর সঙ্গেই প্রেমে জড়িয়ে গেছেন। এমনও দেখা গেছে, ছোট ছোট সন্তান রেখে গেছেন প্রেমিকের হাত ধরে।
পুলিশ যখন কাউকে খুঁজে পেয়েছে, অনেকেই সরাসরি বলেছে, ‘আমরা বড় মানুষ, নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের আছে।’ তারা ঘরে ফিরতেও রাজি নন। বিশেষজ্ঞরা বলছেন, এটা শুধু প্রেমের বিষয় না। বরং এটা এক ধরনের মানসিক সমস্যা, একাকীত্ব, দাম্পত্য জীবনের চাপ থেকে পালানোর চেষ্টা। মোবাইল আর সোশ্যাল মিডিয়া যেন তাদের ‘বেরিয়ে যাওয়ার রাস্তা’ দেখিয়ে দিচ্ছে।
এই খবর প্রথমে ভাইরাল হয় একটি ফেসবুক পেজে। এরপর তা ছড়িয়ে পড়ে নানা গ্রুপ, চ্যাট ও মিডিয়ায়। ফলে প্রশাসনও নড়েচড়ে বসেছে। অনেক স্বামী আবার লোকলজ্জায় থানায় গিয়ে অভিযোগ করতেও ভয় পাচ্ছেন। কেউ কেউ অনুরোধ করছেন স্ত্রীর নাম যেন গোপন রাখা হয়।
এই ঘটনাগুলো ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনার বারাসাত এলাকায়। শুধু জানুয়ারি থেকে মে মাসের মধ্যেই নিখোঁজ হয়েছেন ৫৩৬ জন নারী। এই ঘটনা এখন সমাজে এক বড় প্রশ্ন তুলে দিয়েছে, গৃহবধূরা কেন এমন করে চলে যাচ্ছেন? এটা কি শুধু প্রেম? নাকি এক গভীর অভ্যন্তরীণ যন্ত্রণার চিৎকার?