বরিশালে সহকারী কমিশনার,ওসিসহ ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

নভেম্বর ২৫ ২০২৪, ২০:৩৩

নিজস্ব প্রতিবেদক: বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী পুলিশ কমিশনার, ওসিসহ ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।

সোমবার বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন সদর আমলী আদালতে এই মামলা করেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কামাল হোসেন। আদালতের বিচারক নুরুল আমিন মামলটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন, বরিশাল কোতয়ালী মডেল থানার সাবেক সহকারী পুলিশ কমিশনার রাসেল, ওসি সাখাওয়াত হোসেন, সাব-ইন্সপেক্টর মহিউদ্দিন, ফিরোজ, শামিম, দ্বীপায়ন, কনস্টবল ইউনুস, এএসআই নজরুল ইসলাম, মেহেদী হাসান, কনস্টবল হুমায়ুন কবির, রাশেদুল ইসলাম ও নয়ন চন্দ্র সরকার।

২০১৮ সালে এই সকল পুলিশ সদস্যরা বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা ও নগর গোয়েন্দা শাখার কর্মরত ছিলেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালে মাওলানা কামাল হোসেনকে পুলিশ বাদী মামলা দিয়ে চার মাস ২২ দিন কারাবন্দি রাখে। জেলখানায় নেয়ার আগে থানায় বসে কামাল হোসেনের উপর নির্যাতন চালায় পুলিশ।

ঐ ঘটনার বিচার চেয়ে ঘটনার ছয় বছর পর আদালতে মামলা করেন তিনি। মামলা নম্বর সিআর ২২৬৬/২৪ যার স্বারক নম্বর ৭১২।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও