বরিশালে গাড়ির ফিটনেস ও লাইসেন্স না থাকায় জরিমানা

এপ্রিল ১৯ ২০২৪, ১৭:০৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাবুগঞ্জ (ঢাকা-বরিশাল) মহাসড়কে গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় চালকদের জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার রামপট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জরিমানা দেওয়া ব্যক্তিরা হলেন, রুমান, আল-আমিন, হাসান খান, সোহেল, বাচ্চু।

ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস জানান, সড়ক পরিবহন আইন অনুযায়ী ৩টি মামলার বিপরীতে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া জাটকা পরিবহন করার অপরাধে দুই ব্যক্তিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালাচ্ছে। জনস্বার্থে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল এবং বিআরটিএর কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও