বাকেরগঞ্জে শিক্ষাগুরু কোচিং সেন্টারের উদ্বোধন
জানুয়ারি ০৬ ২০২৩, ২০:৫৬

সোহেল রানা , বাকেরগঞ্জ: বরিশালের বাকেরগঞ্জে শিক্ষাগুরু কোচিং সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) বিকাল ৪টায় পাদ্রীশিবপুর নিউমার্কেটে উপজেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে শিক্ষাগুরু কোচিং সেন্টারের শুভ সূচনা অনুষ্ঠিত হয়।
শিক্ষাগুরু কোচিং সেন্টারের শুভ উদ্বোধন করেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দানিসুর রহমান লিমন, কোচিং সেন্টারের পরিচালক, হেলালা উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান শুভ, রাশেদুল ইসলাম ও সাংবাদিক সোহেল রানা,সাংবাদিক নজরুল ইসলাম আলিম প্রমুখ।
বাকেরগঞ্জের নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মান সম্পন্ন পাঠদান করাই শিক্ষাগুরু কোচিং সেন্টারের মূল লক্ষ্য। বাকেরগঞ্জের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা নিয়মিত পরিচালিত হবে শিক্ষাগুরু কোচিং সেন্টার। প্রতিষ্ঠানটির ব্যবস্থা পরিচালক মোঃ হেলাল উদ্দিন বলেন, কোচিং ব্যবসা নয়, মান সম্মত শিক্ষা প্রদান করাই হবে আমাদের লক্ষ্য।