বরিশালে আনন্দ আড্ডায় সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এপ্রিল ১৭ ২০২৪, ১৯:৪৪

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে বরিশালে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দিনগত রাতে সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো অফিসে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র খোকন সেরনিয়াবাত, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জিহাদুল কবির, বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুসহ সাংস্কৃতিক সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।


এ সময় বরিশাল সিটি করপোরেশনের মেয়র খোকন সেরনিয়াবাত বলেন, ‘মানুষের আস্থা অর্জনে শতভাগ কাজ করছে সময় টেলিভিশন। মানুষের ভালোবাসা নিয়ে আরও অনেক দূর এগিয়ে যাবে। দেশের সব শ্রেণির গণমানুষকে নানা ঘটনার ভেতরের তথ্য দিয়ে গ্রাম থেকে শহরের সবখানে পাশে রয়েছে সময় টেলিভিশন।’ 
ভবিষ্যতেও চ্যানেলটি মানুষের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে সব সময় পাশে ছিল সময় টেলিভিশন। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আদর্শ জাতি গঠনে সময় টেলিভিশন আগামীতে আরও জোরালো ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি।

বরিশালে আনন্দ আড্ডায় সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির বলেন, ‘দখিনের মানুষের আস্থার আরেক নাম সময় টেলিভিশন। অপরাধ থেকে শুরু করে যে কোনো ভালো খবর আমরা সময় টিভির মাধ্যমে পেয়ে থাকি। প্রতিষ্ঠানটি আরো এগিয়ে যাক সেই কামনা করি।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, ‘প্রতিটা মুহূর্তে আপডেট খবর পেতে সময় টিভির কোনো বিকল্প নেই। ভবিষ্যতেও সময় টিভি তাদের কর্মপরিকল্পনা ধরে রাখবে এমনটাই প্রত্যাশা করি। বরিশাল ব্যুরো অফিসের জন্য শুভকামনা।’

বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, ‘নিরপেক্ষ সংবাদ প্রচারে সময় টিভি সবচেয়ে এগিয়ে। সময় টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বাচিপের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. সুদীপ কুমার হালদার, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য এবায়দুল হক, বাসদের সদস্যসচিব চিকিৎসক মনীষা চক্রবর্তী, উন্নয়ন সংগঠক রাহিমা সুলতানা কাজল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাষুদেব ঘোষ, সংস্কৃতি জন মিন্টু কর, সাংবাদিক নেতা ফরিদুল আলম, ৭১ টেলিভিশনের ব্যুরো প্রধান বিধান সরকার, আজকের পত্রিকার ব্যুরো প্রধান খান রফিক, সমকাল পত্রিকার ব্যুরো সুমন চৌধুরী, বাংলানিউজ ২৪ ডট কমের ব্যুরো প্রধান মুসফিক সৌরভ, ঢাকা পোস্টের ব্যুরো প্রধান সৈয়দ মেহেদী হাসান, নাগরিক টেলিভিশনের ব্যুরো প্রধান তন্ময় তপু, কালের কণ্ঠের রিপোর্টার এম সুহাদ, ডিবিসি নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার সাব্বির খান, বিজয় টেলিভিশনের ব্যুরো প্রধান আরিফ হোসেন, পরিবর্তন পত্রিকার রুবেল হোসেন ও সিদ্দিকুর রহমান প্রমুখ।
কেক কাটা শেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও