বরিশাল শেবাচিম হাসপাতালে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত

এপ্রিল ১৭ ২০২৪, ১৭:২৪

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ‘সবার জন্য সমান অধিকারভিত্তিক চিকিৎসা ব্যবস্থা চাই। সকল রক্তক্ষরণজণিত রোগ জাতীয়ভাবে চিহিৃত করার অনুরোধ জানাই।’ শ্লোগানকে মূল প্রতিপাদ্য করে বরিশালে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল২০২৪) হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ বরিশাল বিভাগের উদ্যোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেলা ১১ টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এইচ. এম. সাইফুল ইসলাম’র নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হাসপাতাল এলাকা প্রদক্ষিণ শেষে হাসপাতাল পরিচালকের কক্ষে এসে শেষ হয়।

বেলা ১২টায় হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ বরিশাল বিভাগের পক্ষে রনজিতা কর্মকারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসার ডাঃ ফায়জুল বাসার। বিশেষ অতিথি ছিলেন ডাঃ এইচ এম সাইফুল ইসলাম।

সভায় এছাড়াও বক্তব্য রাখেন, শের-ই-মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ উত্তম কুমার সাহা, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ এ জেট এম ইমরুল কায়েস, হাসপাতালের উপ-পরিচালক ডাঃ ডাঃ এস এম মনিরুজ্জামান, সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডাঃ মোঃ রেজওয়ানুর আলম, হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান ডাঃ আশিক দত্ত প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

এক্সক্লুসিভ আরও