পথহারা যমজ শিশুকে পরিবারে ফিরিয়ে দিল পুলিশ
নভেম্বর ০৭ ২০২২, ১৬:৫৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পথ হারিয়ে বগুড়ার সান্তাহারে আসা ৮ বছরের জমজ শিশু আব্দুল্লাহ মাহিন ও আব্দুল্লাহ নোহাকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে রেলওয়ে থানা পুলিশ।
তারা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভাতরা গ্রামের মৃত মাসুমের ছেলে। আজ সোমবার বেলা সাড়ে ১০টার দিকে শিশুদের বড় ভাই ইবনে ইসায়েত সাফির হাতে তাদের তুলে দেওয়া হয়েছে।
পুলিশ ও শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, সাড়ে ৭ বছর আগে মাহিন ও নোহার বাবা মারা যায়। এ কারণে তাদের মা মরিয়ম আক্তার মিনি অন্যত্র বিয়ে করেন।
এরপর থেকে তারা ঢাকায় ফুপু মনি বেগমের বাসায় থেকে মানিকনগর জামিয়া ইসলামিয়া জহির উদ্দীন আহম্মেদ মাদ্রাসায় লেখাপড়া করছিল।
কমলাপুর থেকে তারা ট্রেনে উঠে রোববার ভোরে জয়পুরহাট স্টেশনে নেমে ঘোরাফেরা করছিল। এ সময় সান্তাহার রেলওয়ে থানার এসআই মাজেদ ও রেজাউল তাদের দেখতে পান।
গন্তব্য জানাতে না পারলে তাদের রেলওয়ে থানায় নিয়ে আসা হয়। এরপর তাদের কাছে থাকা মাদ্রাসার পরিচয়পত্র থেকে ফোন নম্বর সংগ্রহ করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন জানান, দালাল চক্রের নজরে পড়লে তাদের পাচার করে দেওয়ার সম্ভাবনা ছিল। পুলিশের চোখে পড়ায় তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
আ/ মাহাদী