পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোর রাতের কোনো এক সময় এ অগ্নি সংযোগের ঘটনা ঘটানো হয়। শনিবার বেলা ১১ টায় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে আগুনে ব্যবহৃত পেট্রোল এবং কাপড় উদ্ধার করে।
এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জুলাই যোদ্ধারা এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
ঘটনা জানাজানি হলে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার এবং জেলা প্রশাসক সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।