অন্ত্রের স্বাস্থ্যে গুরুত্বপূর্ণ হাইড্রোজেন

অক্টোবর ২৫ ২০২৫, ০৯:২৪

অন্ত্রের স্বাস্থ্যে হাইড্রোজেনের ভূমিকা নিয়ে নতুন তথ্য উদঘাটন করেছেন বিজ্ঞানীরা।  তারা দেখিয়েছেন, সাধারণত বাত হিসেবে নির্গত এই গ্যাস আসলে পরিপাকের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি এবং হাডসন ইনস্টিটিউট অব মেডিকেল রিসার্চ (এইচআইএমআর)- এর নেতৃত্বে পরিচালিত এই গবেষণাটি নেচার মাইক্রোবায়োলজি জার্নালে প্রকাশিত হয়েছে।

শুক্রবার মোনাশ ইউনিভার্সিটি এক বিবৃতিতে জানায়, গবেষকরা মানব অন্ত্রে হাইড্রোজেন কীভাবে উৎপন্ন হয় ও ব্যবহৃত হয় এবং কীভাবে মাইক্রোব বা অণুজীব এটির মাত্রা নিয়ন্ত্রণ করে—তা বিশ্লেষণ করেছেন।

গবেষণায় বলা হয়, অন্ত্রের অণুজীবরা অপরিপাকিত কার্বোহাইড্রেট ভাঙার সময় হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এর একটি অংশ বাত হিসেবে নির্গত হলেও, অনেকটা অংশ অন্যান্য ব্যাকটেরিয়া পুনরায় ব্যবহার করে, যা হজমে সহায়তা করে ও অন্ত্রের মাইক্রোবায়োমকে সুস্থ রাখে। এই অনুসন্ধান ভবিষ্যতে অন্ত্রসংক্রান্ত নানা রোগের মাইক্রোবায়োম-ভিত্তিক নতুন চিকিৎসা উদ্ভাবনে সহায়ক হতে পারে।

গবেষণার লেখক ও মোনাশ ইউনিভার্সিটি এবং এইচআইএমআর-এর  পোস্টডক্টরাল বিজ্ঞানী কেটলিন ওয়েলশ বলেন, অধিকাংশ মানুষ প্রতিদিন প্রায় এক লিটার গ্যাস নির্গত করে, যার অর্ধেকই হাইড্রোজেন।

তিনি আরও বলেন, ‘হাইড্রোজেন কেবল বাত সৃষ্টিকারী গ্যাস নয়, এটি অন্ত্রের স্বাস্থ্যের জন্য এক অদৃশ্য কিন্তু অপরিহার্য উপাদান।’

স্টুল নমুনা ও অন্ত্রের টিস্যু বিশ্লেষণ করে গবেষকেরা দেখতে পান যে অন্ত্রের ব্যাকটেরিয়াগুলো ‘গ্রুপ বি (FeFe)-হাইড্রোজেনেজ নামক এনজাইমের মাধ্যমে হাইড্রোজেন উৎপন্ন করে।

গবেষণায় আরও দেখা গেছে, অস্বাভাবিক হাইড্রোজেনের মাত্রা সংক্রমণ, পরিপাকজনিত অসুখ এমনকি ক্যান্সারের সঙ্গেও সম্পর্কিত। অন্ত্রের কার্যকারিতা মূল্যায়নের জন্য সাধারণত শ্বাস পরীক্ষার মাধ্যমে এই গ্যাসের মাত্রা পরিমাপ করা হয়।

সূত্র: সামা টিভি

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও