মুলাদীতে জাহির উদ্দিন বাবরের গনসংযোগ
অক্টোবর ১৫ ২০২৫, ২০:৫৩
মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মদ বাবর। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল মালেক, উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদ, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ আলাউদ্দিন প্যাদা, নাজিরপুর ইউনিয়ন আমীর মাওলানা বায়জিদ হোসেন, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোঃ ফোরকান হোসেন, উপজেলা ইসলামী ছাত্রশিবির সেক্রেটারি মোঃ আব্দুল্লাহ সহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জহির উদ্দীন মুহাম্মদ বাবর নাজিরপুর ইউনাইটেড কলেজ, কাচিচর-সাহেবেরচর দাখিল মাদ্রাসা, রামারপোল ডি.এস.আর ফাজিল মাদ্রাসা, রামারপোল মাধ্যমিক বিদ্যালয়, রামারপোল সরকারী প্রাথমিক বিদ্যালয়, আজাহার উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়, কুতুবপুর এ. কে স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
প্রতিষ্ঠানগুলোর সার্বিক বিষয় খোঁজ-খবর নেন এবং আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে দায়িত্ব পালনে নিরপেক্ষ ভূমিকা পালন করতে বিশেষ পরামর্শ প্রদান করা হয়।









































