বাউফলে গোয়াল ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
জুলাই ৩০ ২০২৪, ১৯:০৫
বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে গোয়াল ঘরের খরের স্তুুপ থেকে একটি আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ। মোঙ্গলবার (৩০) জুলাই বিকাল সারে ৪টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব নওমালা গ্রামের ল্যাংড়া মুন্সি বাড়ী থেকে সিনিয়র সহকারি পুলিশ সুপার (বাউফল সারকেল) সাদ্দাম হোসাইন এর নেতৃত্বে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ও থানা সূত্রে জানাযায়, বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব নওমালা গ্রামের ল্যাংড়া মুন্সি বাড়ীর ইউসুফ মুন্সির গোয়াল ঘরের খরের স্তুপ থেকে একটি আগ্নেয় অস্ত্র (ক্যালিবার পয়েন্ট টু টু বোর ইয়ার রাইয়েল) উদ্ধার করা হয়।
এ বিষয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার সাদ্দাম হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব নওমালা গ্রামের ল্যাংড়া মুন্সি বাড়ীর ইউসুফ মুন্সির গোয়াল ঘরের খরের স্তুপ থেকে একটি আগ্নেয় অস্ত্র (ক্যালিবার পয়েন্ট টু টু বোর ইয়ার রাইয়েল) উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরিক্ষা-নিরিক্ষা ও তদন্তের পরে বলা যাবে।









































