পদযাত্রা কর্মসূচি স্থগিত করলো বিএনপি
ফেব্রুয়ারি ০৯ ২০২৩, ১০:৪৩
ঢাকায় বিএনপির পূর্ব ঘোষিত আজকের পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। বুধবার রাতে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা এমরান সালেহ প্রিন্স এক খুদে বার্তায় এ তথ্য জানান।
তিনি বলেন, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ায় গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে কর্মসূচি স্থগিত করা হয়েছে। কর্মসূচির তারিখ পরে জানানো হবে।
এছাড়া ঢাকায় ১২ ফেব্রুয়ারির (রোববার) পদযাত্রা কর্মসূচি বহাল থাকবে। বিএনপি গত মঙ্গলবার এই দুটি কর্মসূচি ঘোষণা করেছিল।









































