ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

জানুয়ারি ২৬ ২০২৩, ১৮:২৮

অনলাইন ডেস্ক :: রাজধানীর লালবাগে ভবনের ছাদ থেকে পড়ে তুষার আহমেদ কায়েস (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা দেলোয়ার হোসেন জানান, লালবাগের নবাবগঞ্জ সাত শহীদ কমিটি সেন্টার সংলগ্ন একটি ছয় তলা বাড়ির চার তলায় ভাড়া থাকেন তারা। বিকেলে ছয় তলার ছাদে অন্য বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলছিল কায়েস। এ সময় মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন তিনি। কিছুক্ষণ পরেই খবর পান ভবনের ছাদ থেকে নিচে পড়ে গেছে সে। সঙ্গে সঙ্গে বাসায় গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

শিশুটির মামা মো. আশিক জানান, ছাদে অন্য বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলার সময় বলটি পাশের একটি ছাদে পড়ে। সেই বলটি আনতে গিয়ে নিচে পড়ে যায় কায়েস। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও