গাছে ঝুলছিল কিশোরের মরদেহ

জানুয়ারি ২৬ ২০২৩, ১৬:০৪

অনলাইন ডেস্ক :: লালমনিরহাটের হাতীবান্ধায় রাকিবুল ইসলাম (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের দক্ষিণ জাওরানি কাচারিডাঙ্গা গ্রামে স্থানীয়রা বাড়ির পাশের গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

নিহত রাকিবুল ইসলাম ওই গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৫ জানুয়ারি) রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় রাকিবুল। রাতের কোনো এক সময় সবার অগোচরে বাইরে কাঁঠাল গাছের সঙ্গে রশি বেঁধে ঝুলে আত্মহত্যা করে সে। পরদিন সকালে স্থানীয়রা গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ দুপুরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও