স্কুল ফাঁকি দিয়ে পার্কে আড্ডা, ১৩ শিক্ষার্থীকে থানায় দিলো ডিবি

অক্টোবর ৩০ ২০২২, ১৯:০৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নীলফামারীতে স্কুলড্রেস পরিহিত অবস্থায় পার্ক, বাগানবাড়ি ও নির্জন স্থানে আড্ডা দেওয়ার সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ শিক্ষার্থীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদের মধ্যে সাতজন মেয়ে ও ছয়জন ছেলে।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। বর্তমানে তারা নীলফামারী সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছেন নীলফামারী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরু জামান।

তিনি বলেন, পুলিশ সুপারের নির্দেশে আমরা এই অভিযান পরিচালনা করি। স্কুল ফাঁকি দিয়ে পার্ক, বাগানবাড়ি ও নির্জন স্থানে আড্ডা দেওয়ার সময় ১৩ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বর্তমানে তারা সদর থানায় পুলিশ হেফাজতে আছে।

ওসি আরও বলেন, স্কুল ফাঁকি দিয়ে অবাধ চলাফেরা বন্ধ করা ও শিক্ষার মান যেন ক্ষুন্ন না হয় সেজন্য এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নীলফামারী থানার ওসি আব্দুর রউপ বলেন, স্কুল ফাঁকি দিয়ে ঘোরাঘুরি করায় তাদের থানায় নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও