বরিশালে বাসের ধাক্কায় বেকারীর হকার নিহত

ডিসেম্বর ০৩ ২০২৫, ০১:২৯

বরিশাল : বরিশালের গৌরনদীতে বেপরোয়া গতির অজ্ঞাতনামা বাসের ধাক্কায় আব্দুল কুদ্দুস খান (৪০) নামের একটি বেকারীর হকার ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

নিহত কুদ্দুস বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতি গ্রামের ইঙ্গুল খানের ছেলে। সে স্থানীয় জাকির হোসেন তালুকদারের বেকারীর হকার ছিলেন।

দূর্ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দিবাগত রাত নয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদেরখালপাড় নামক এলাকায়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাত নয়টার দিকে টরকী বাসস্ট্যান্ড থেকে নিজের বেকারীর ভ্যানযোগে বার্থী বাজারের দিকে যাচ্ছিলেন কুদ্দুস।

পথিমধ্যে মহাসড়কের সাউদের খালপাড় এলাকায় অজ্ঞাতনামা বেপরোয়াগতির একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হয়েছেন।

ওসি আরও জানিয়েছেন-ঘাতক বাসটি সনাক্তের চেস্টা চলছে। গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও