বরিশালে চেক প্রতারণা মামলায় আ.লীগ নেত্রী রানী কারাগারে

ডিসেম্বর ০২ ২০২৫, ১৯:৫৮

বরিশালের বাকেরগঞ্জে চেক প্রতারণা মামলায় আওয়ামী লীগ নেত্রী শাহনাজ পারভীন রানীকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে পৌর এলাকার রুনসী গ্রামে অভিযান চালিয়ে ওই আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করা হয়। শাহনাজ পারভীন বরিশালের বাকেরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর এলাকার রুনসী গ্রামের হালিম খানের স্ত্রী।

আরও পড়ুন: বাড়িতে এসে চাঁদপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

পুলিশ জানায়, ২০১৯ সালে পটুয়াখালীর একটি চেক জালিয়াতি মামলায় যুগ্ম-দায়রা তৃতীয় জজ আদালতের বিচারক চলতি বছরের ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেত্রী শাহনাজ পারভীনকে এক বছরের সাজার আদেশ দেন। একইসঙ্গে চেকের সমপরিমাণ ১১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধের আদেশও দেয়া হয়। এ রায়ের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজায় জানান, তিনি চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও