শেবাচিমে প্রথমবার চালু হলো ইইজি পরীক্ষা
ডিসেম্বর ০১ ২০২৫, ১৯:৫৯
নিজস্ব প্রতিবেদক: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রথমবারের মতো চালু হলো ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি (ইইজি) পরীক্ষা।
সোমবার এ সেবার উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর। এখন থেকে মৃগী, মস্তিষ্কের টিউমার, মেনিনজাইটিস, এনসেফালাইটিস, স্ট্রোকসহ বিভিন্ন স্নায়বিক সমস্যার রোগীরা স্বল্প খরচে হাসপাতালে ইইজি পরীক্ষা করাতে পারবেন।
হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর বলেন, এই মেশিনটি রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমাদের হাসপাতালে এটি আগে ছিল না। মেশিন কেনার উদ্যোগ থাকলেও তাফিদা রাকিব ফাউন্ডেশন বিনামূল্যে বরিশাল, ঢাকা ও সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ইইজি মেশিন সরবরাহ করে।
তিনি জানান, যন্ত্রটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য নিউরোমেডিসিন বিশেষজ্ঞসহ দুইজন টেকনিশিয়ানকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গরিব রোগীদের সেবা দিতে পেরে এবং বিনামূল্যে এই যন্ত্র পেয়ে আমরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞ।
নিউরোমেডিসিন ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. কাজী এম. মনিরুল ইসলাম বলেন, ইইজি পরীক্ষা মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ বিশ্লেষণের মাধ্যমে স্নায়বিক রোগ নির্ণয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মৃগী, ঘুমের ব্যাধি, মস্তিষ্কের টিউমার, আঘাত বা স্ট্রোকের ক্ষেত্রে এটি কার্যকর।
তিনি জানান, বেসরকারি প্রতিষ্ঠানে এই পরীক্ষা করাতে ৩,০০০–৩,৫০০ টাকা খরচ হলেও সরকারি হাসপাতালে খরচ হবে মাত্র ৬০০ টাকা— যা দরিদ্র রোগীদের বড় সহায়তা করবে।
ইইজি পরীক্ষার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহমুদ হাসান এবং সিনিয়র ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট ডা. আশিক দত্ত প্রমুখ।









































