বরিশালে পুলিশকে কামড়ে পালানো বরিশালের ছাত্রদল নেতা বহিষ্কার

নভেম্বর ২৯ ২০২৫, ০৪:৫৩

খান রিয়াজ ‍॥ পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়াতে পুলিশ সদস্যকে কামড় দিয়ে পালিয়ে যাওয়া সেই বিতর্কিত বরিশাল মহানগর ছাত্রদলের ১০ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মাসুমকে এবার কেন্দ্রীয় ছাত্রদল থেকে বহিষ্কার করেছে।

শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মাসুমকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে একাধিক মামলার আসামি বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুমকে ২১ নভেম্বর গ্রেপ্তার করতে গেলে পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে যান তিনি। এ সময় মাসুমের সহযোগীদের হামলায় এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হন। পালিয়ে যাওয়ার তিন দিন পর মাসুমকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়। এরপরই শুক্রবার তার বহিষ্কার আদেশ পৌঁছায় বরিশালে।

মাসুম গত বছরের ৫ আগস্টের পর থেকেই ছাত্রদলের নাম ব্যবহার করে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, মাদক বিক্রি এবং ছিনতাইয়ে জড়িত থাকারও অভিযোগ পাওয়া গেছে।

উল্লেখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে মাসুম পুলিশকে কামড় দিয়ে পালিয়ে যান, যা গোটা শহরজুড়ে আলোড়ন সৃষ্টি করে।

ছাত্রদল থেকে মাসুমের বহিষ্কার হওয়ার খবর শুনে ১০ নং ওয়ার্ডের ভাটারখাল কলোনীতে বসবাস করা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ীরাও জানিয়েছেন, মাসুমের বিরুদ্ধে ভাটারখাল এলাকায় অপরাধমূলক কার্যক্রম চলছিল।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মাসুম মাদকসহ তিনটি মামলায় কারাগারে রয়েছেন। এর আগে মামলার আসামি হওয়ায় গ্রেপ্তার করতে গেলে পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে যান তিনি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও