নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলোর কোন নীতিমালা নেই – হাসনাত আবদুল্লাহ

অক্টোবর ৩১ ২০২৫, ১৭:০৬

পিরোজপুর প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি)র মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন,  আমরা বার বার বলে আসছি নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তগুলোর কোন নীতিমালা নেই।  সকালে ঘুম থেকে উঠে মনে হয়  এটা দিবে মাইক মার্কা মাইক দেখছে মাইক মার্কা মোবাইল দেখছে মোবাইল মার্কা ট্রাইপড দেখছে ট্রাইপড মার্কা ওই যে সূর্য দেখিছে উপরে ওই যে সূর্য মার্কাও আছে।
 এখানে দেখবেন কিছুদিন পর যা মনে হয় এগুলো দেখে , এখন কোন নীতিমালার মধ্য দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয়নি নাই তা কিন্তু স্পষ্ট করা হয় নাই।  আবার কোন নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা সেটাও স্পষ্ট  করেনি ।
আবার গতকাল দেখলাম যে শাপলা কলি কে অন্তর্ভুক্ত করেছে এটা আসলে কোন নীতিমালার ভিতিতে করেছে সেটা স্পষ্ট নয় আমাদের কাছে । সেজন্য আমরা বারবার যেটি ফোকাস করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন এভাবে আসলে চলতে পারেনা। তাদের নীতিমালা থাকতে হবে।  এটা জনগণের প্রতিষ্ঠান।  সাংবিধানিক প্রতিষ্ঠান নীতিমালা ভিত্তিতেই চলতে হবে।  একটা নিয়মের ভিত্তিতে চলতে হবে। এটা কোন ব্যক্তির সর্বস্ব যে আধুনিক মান্ডাতার মধ্যযুগীয় চিন্তা প্রসুত  সিদ্ধান্ত নিয়ে এই সাংবিধানিক প্রতিষ্ঠান চলতে পারেনা । সেজন্য আমরা যেটি সবসময় ফোকাস করে আসছি সেটি হচ্ছে আমরা নির্বাচন কমিশনের নীতিমালাটা দেখতে চাই।  যেই নীতিমালার ভিত্তিতে তারা মার্কাকে অন্তর্ভুক্ত করে, আবার যে নীতিমালার ভিত্তিতে তারা অন্তর্ভুক্ত করেনা আবার যে নীতিমালার ভিত্তিতে তারা বাদ দিয়ে দেয় এই নীতিমালাটা আমাদেরকে দিতে হবে এবং এই বিষয়ে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত চূড়ান্ত ।
জাতীয় নাগরিক পার্টির( এনসিপি)  বরিশাল বিভাগে তিন দিনের  সাংগঠনিক সফরে আজ শুক্রবার সকালে পিরোজপুরে এক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার পরে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন সংগঠনের মুখ্য (দক্ষিনাঞ্চল) সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
 সকাল ১১ টায় পিরোজপুর উপজেলা পরিষদ  মিলনায়তনে এ সমন্বয় সভা শুরু হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন ও  বরিশাল জেলার প্রধান সমন্বয়কারি আবুসাঈদ মুসা।  সমন্বয় সভায়  সভাপতিত্ব করছেন পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারি মশিউর রহমান।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও